ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে শনিবার সকালে নিজ বাড়ির পাশে একটি পুকুরে ডুবে এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।
মৃত মোশারফ হোসেন (৪৫) ওই গ্রামের হামজা গাজীর ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে দিকে গ্রামবাসী পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ পুকুরের পানি থেকে মৃতদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৬/ রশিদা