বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১২টার দিকে স্থানীয়রা শানকিভাঙ্গা এলাকায় লাশটি ভাসতে দেখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাসমান লাশটি ৪০/৪৫ বছর বয়সী কোনো পুরুষের। লাশের পরনে কোনো বস্ত্র নেই। উপুড় হয়ে ভাসছে। নাড়ি-ভুড়ি বেরিয়ে পড়েছে। ৩/৪ দিন পূর্বে অজ্ঞাত এই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৬/ রশিদা