পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন পর্যটক গুরুতর জখম হয়েছেন। শনিবার দুপুরের দিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে ফেরার পথে কলাপাড়ার শেখ কামাল সেতু সংলগ্ন সড়কে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে।
এসময় ওই মোটরসাইকেলে থাকা মো.সজিব (৩২), আনোয়ার (৩০), সোহাগ (২৫) মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থা সংকটপন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে ওই তিনজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিায়ে দেয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। তারা 'অপরাধ বিচিত্রা' পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৬/ রশিদা