র্যাবের পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর বাবা-মা, ভাই ও চাচাতো বোনকে তাদের বাসা থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার বিকেলে ক্যান্টনমেন্ট বোর্ডের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কুমিল্লা ডিবি কার্যালয়ে নেয়া হয়।
এর আগে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার রাত ১২টার দিকে মুরাদনগর উপজেলার মির্জাপুরের বাসা থেকে তনুর বাবা-মা, ভাই ও চাচাতো বোনকে র্যাব-১১ এর একটি দল নিয়ে যায়।
কুমিল্লা ডিবি পুলিশের ওসি একে এম মনজুর আলম বলেন, 'আমরা তাদের আনিনি। বাদীপক্ষ মামলায় তথ্য দিয়ে সহযোগিতা করতে নিজ থেকে এসেছে। পরে তারা বাসায় ফিরে গেছে।'
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৬/শরীফ