আজ শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪৫ কেজি গাঁজা ও ৮টি গ্যাস সিলিন্ডারসহ মো. ইকবাল হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র সদস্যরা। উপজেলার মেরাসানী এলাকায় ১২ বিজিবি'র সদস্যরা তাকে আটক করে। আটক ইকবাল হোসেন মেরাসানী গ্রামের কাহার মিয়ার ছেলে।
বিজিবি জানায়, বিজয়নগর উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ি বিজিবির জুনিয়র কর্মকর্তা মো. সাইফুর ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল মাদক চোরাচালান প্রতিরোধ অভিযান চালায়। বিজিবি সদস্যরা মেরাসানী মধ্যপাড়া এলাকা থেকে ৮টি গ্যাস সিলিন্ডারের ভেতরে সুকেৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪৫ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে আটক করে। পরে দুপুরে আটককৃত মো. ইকবাল হোসেনকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতার উন নেছা শিউলী তাকে ২ বছরের সাজা প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৬/শরীফ