লিবিয়ার ত্রিপোলির একটি বাজার থেকে আইএস জঙ্গিদের হাতে ধরা পড়ে নিখোঁজ হওয়া রিপন রাজবংশী মুন্সীগঞ্জের শ্রীনগরের বাঘরা ইউয়িনের বাঘরা গ্রামের সুবল রাজবংশীর ছেলে বলে জানা গেছে। রিপন রাজবংশী বিবাহিত ও দুই সন্তানের জনক।
রিপন রাজবংশীর এক স্বজন জানান, আড়াই মাস আগে রিপন রাজবংশী বাঘরা গ্রামের চানঁ মিয়া নমের এক দালালের মাধ্যমে প্রথমে তুরস্কে যান। গত এক সপ্তাহ আগে সে একই দালালের মাধ্যমে লিবিয়া পৌঁছে। এরপর মঙ্গলবার ইন্টারনেটের মাধ্যমে রিপন রাজবংশী মুঠোফোনে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাঘরা গ্রামে বসবাসরত স্ত্রীর সঙ্গে কথা বলেন। সে সময় তিনি তার স্ত্রীকে ফোনে লিবিয়া পৌঁছেছেন বলে জানান।
এদিকে রিপন রাজবংশীর সঙ্গে ঠাকুরগাঁওয়ের আসাদুজ্জামান রাসেল নামের এক যুবককেও ধরে নিয়ে গেছে আইএস জঙ্গিরা। শুক্রবার লিবিয়া থেকে তার রুমমেট শাহিন নামের এক যুবক মুঠোফোনে আসাদুজ্জামান রাসেলের বাবা আব্বাস আলীকে এ তথ্য জানিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, শুক্রবার দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। এ ঘটনার খবর পাওয়ার পর থেকে তাদের পরিবারে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। তবে তারা এখনও নিশ্চিত হতে পারছেন না।
এ প্রসঙ্গে শ্রীনগর থানার ওসি মো. সাহিদুর রহমান জানান, এ ঘটনা পুলিশকে কেউ জানায়নি। তারপরও খোজঁখবর নিচ্ছি।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৬/ এস আহমেদ