রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ বাতিলের চক্রান্তের প্রতিবাদে কালো পতাকা হাতে আজ নেত্রকোনায় মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা। আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী নেত্রকোনা মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে ইসলামী সমমনা সকল দলগুলোর নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় ইসলামী আন্দেলনের জেলা শাখার সভাপতি ও বারের সাবেক সভাপতি এডভোকেট এ কে এম শাহনেওয়াজ ফকিরসহ অন্যরা বক্তব্য রাখেন।
মানবন্ধনে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোনো ধর্মেরই বিরোধিতা করে না। এ দেশে ৯০ ভাগ হচ্ছে মুসলমান। তারপরও সকল ধর্মীয় আচার অনুষ্ঠান সার্বজনীনভাবেই এ দেশে পালিত হয়ে আসছে। এরপরও সংবিধান থেকে ইসলামকে বাতিল করলে সকল মুসলমানরা একত্রিত হয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও তারা হুশিয়ারি দেন।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/শরীফ