কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখা ও ঠাকুরগাঁও জেলা সম্মিলিত নাট্য পরিষদ।
এসময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি প্রফেসর মনোতষ কুমার দে, আয়োজন কমিটির আহ্বায়ক জবায়দুল হক স্বপন, নাট্যকর্মী অনুপম মনি, অমল টিক্কু, মাসুদ আহম্মেদ সুবর্ন, এসএম জসিম, বাসদের সমন্বয়ক মাহবুর আলম র’বেল, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ঠাকুরগাঁও জেলার আহ্বায়ক লাকী দেব নাথ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক সাখওয়াত, সদস্য জাকির হোসেন, ছাত্র ইউনিয়নের সদস্য ওয়ালিদ হাসান লাবু প্রমুখ।
মানববন্ধনে হুশিয়ারি দিয়ে বলা হয়, তনু হত্যার বিচার যদি দ্রুত সম্পন্ন করা না হয় তাহলে বাংলাদেশের মানুষ আরো কঠিন আন্দোলনে যাবে। আমরা এ হত্যাসহ সকল হত্যার বিচার দ্রুত দেখতে চাই। সমাজ হতে এসকল কলঙ্ক দূর হোক এটাই আমাদের কাম্য। মানববন্ধনে একাত্বতা পোষণ করে ঠাকুরগাঁও জেলার প্রায় দুই শতাধিক জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/শরীফ