কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কিশোরগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। আজ রবিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।
তনু হত্যার আসামীদেরকে এখনো শনাক্ত করতে না পারায় বক্তারা বিস্ময় প্রকাশ করেন। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, অন্যথায় আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/শরীফ