নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ জহির হোসেন স্বপন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সকালে ইউনিয়নের উদরাজপুর গ্রামের নিজ বাড়ি থেকে স্বপনকে গ্রেফতার করা হয়।
স্বপন কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে উদরাজপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদরাজপুর গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় জহির হোসেন স্বপনকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১৮ রাউন্ড শর্টগানের গুলি, ১৮ রাউন্ড রিভলবারের গুলি ও ৪টি রামদাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরোও জানান, স্বপনের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হবে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/শরীফ