পটুয়াখালীর কলাপাড়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থী গাজী মহিয়ান তাসিন হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল বেসরকারি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক আজ রবিবার দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রায় দুই মাস অতিবাহিত হয়ে গেলেও পুলিশ মূল রহস্য উদঘাটন করতে পারেনি। ওই সময় সন্দেহজনক তার চাচি লাভলী বেগমকে গ্রেফতার করে দুই দফা রিমান্ডে নিয়ে। কিন্তু হত্যার মূল রহস্য উদঘাটন করতে পারেনি। সুষ্ঠু ও দ্রুত বিচার না হলে কলাপাড়া শিশু মঞ্চ তৈরী করা হবে বলে বক্তারা আল্টিমেটাম দেয়।
নিহত তাসিনের পিতা গাজী মজিবর রহমান বলেন, আমার একমাত্র সন্তান হত্যা করা হয়েছে এটা স্পষ্ট। কিন্তু এখন পর্যন্ত হত্যার মূল রহস্য উদঘটন করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। পোষ্ট মর্টেম রিপোর্ট পাওয়া গেছে। মূল হত্যারহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেফতারে আমরা যথেষ্ট তৎপর আছি।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌর শহরের রহমতপুর এলাকার বাসা থেকে তাসিন নিখোঁজ হয়। এর পর ওই রাতেই একটি পুকুর পাড়ে তাসিনের লাশ উদ্ধার করে পুলিশ। তাসিন স্থানীয় একটি কিন্ডারগার্টেন’র প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/শরীফ