ঝালকাঠির নলছিটি খাসমহলে অভিযান চালিয়ে দুই কেজি গাজা ও দেড়শ' পিচ ইয়াবাসহ নলছিটির শীর্ষ মাদক সম্রাট নাসিরকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে নলছিটি থানার এসআই আতিকুর রহমান তাকে আটক করে।
নাসিরের বিরুদ্ধে নলছিটি থানায় এসআই আতিকুর রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।
এসআই আতিকুর রহমান জানান, নাসির ঢাকার নারায়ণগঞ্জ থেকে গাজা ও ইয়াবা নিয়ে আসে। গোপন খবরের ভিত্তিতে উপজেলার খাসমহল এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় বাসা তল্লাশি চালিয়ে দুই কেজি গাজা ও দেড়শ' পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/এস আহমেদ