দিনাজপুর-রংপুর মহাসড়কে চিরিরবন্দরের বৈকন্ঠপুর আত্রাই নদীর ব্রীজের কাছ থেকে রতন কুমার (৩০) নামে এক সুইপারের লাশ উদ্ধার করেছে চাম্পাতলী হাইওয়ে পুলিশ।
মৃত রতন দিনাজপুর শহরের মধ্য বালুবাড়ী সুইপার কলোনির রহিত লালের ছেলে এবং রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে সুইপার হিসাবে কর্মরত ছিল।
স্থানীয় বাসিন্দা জামাল জানান, রবিবার সকালে চিরিরবন্দর উপজেলার আত্রাই নদীর ব্রীজের সামনে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের চাম্পাতলী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল বাশার জানান, রবিবার ভোরে চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দরে আত্রাই নদীর কাছে দিনাজপুর-রংপুর মহাসড়কে লাশটি পড়ে ছিল। লাশের মাথা থেতলানো ছিল। পুলিশের ধারণা কোন মটরগাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে। রতন কুমারের প্যান্টের পকেটে তার আইডি কার্ড পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/এস আহমেদ