‘বাংলাদেশের সংবিধানে নাস্তিক্য মতবাদ বহাল রাখা হয়েছে, সমাজতন্ত্র বহাল রাখা হয়েছে। সমাজতন্ত্র মতবাদ মানেই নাস্তিক্য মতবাদ। এই সমাজতন্ত্র মতবাদ সংবিধানে বহাল রাখা হলেও সরকার ইসলামকে সংবিধান থেকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত।’
রবিবার দুপুরে ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেবার চক্রান্তের প্রতিবাদে জেলা ইসলামী আন্দোলনের নেতারা এসব কথা বলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি গোলাম মাওলা ভুঁইয়া ও সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন জিহাদি, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আবু রাসেল হোসাইনি ও সেক্রেটারি রফিকুল ইসলাম মণ্ডল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৯৫ ভাগ মুসলমানের দেশে যদি এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতা জীবন দিয়ে হলেও এ চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৬/ রশিদা