কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যার প্রতিবাদ ও ঘাতকদের অবিলম্বে গ্রেফতার দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম সরকারি কলেজ ও পৌরসভার সর্বস্তরের ছাত্র-ছাত্রীবৃন্দ।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
মিছিল ও মানববন্ধনে বক্তারা অবিলম্বে তনুর ঘাতকদের গ্রেফতারের দাবি জানান। বক্তারা বলেন, আজ ঘরে ঘরে মা-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ধর্ষণ ও খুন বাড়তেই থাকবে। এখনো দেশের আনাচে-কানাচে অসংখ্য তনুর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ধর্ষক ও খুনির দল। তনুদের বাঁচিয়ে রাখতে হলে ওইসব অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/এস আহমেদ