চুয়াডাঙ্গায় বাল্যবিবাহকে 'লাল কার্ড' দেখিয়েছে সদর উপজেলাবাসী। রবিবার সকালে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম, মুয়াজ্জিন, কাজী, গ্রামপুলিশ, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে সমাবেশে অতিথিসহ উপস্থিত সকলে ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে।
সমাবেশে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘সারাদেশে বাল্য বিবাহের ভয়াবহতায় চুয়াডাঙ্গা জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে, এটা জেলাবাসীর জন্য লজ্জাজনক। এ লজ্জা থেকে রেহাই পেতে হলে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৬/ রশিদা