নোয়াখালীর সুবর্ণচরে জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার থানারহাট চরবৈশাখী গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মেসবাহ উদ্দিন লিটন (৪৮), তার কলেজপড়ুয়া মেয়ে নুসরাত জাহান নিরা (১৮) ও শাহেনা বেগম (৩৪)-কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সকালে কিরণের নেতৃত্বে ভুট্টু ও মামুনসহ ৮/৯ জন সন্ত্রাসী মেসবাহ উদ্দিন লিটনের বসতবাড়িতে হামলা চালায়। এতে লিটন ও পরিবার বাঁধা দিলে দু’পক্ষের ৫ জন আহত হয়।
এ ব্যাপারে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ক্ষতিগ্রস্তরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৬/ রশিদা