বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে ১শ’ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাতে ভাষানচর সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরবর্তী অংশে অভিযান চালিয়ে জাটকা ও কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড।
কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মঞ্জুরুল আলম জানান, জব্দকৃত জাটকা রবিবার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৬/ রশিদা