সিরাজগঞ্জের কামারখন্দে অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় বালু ভর্তি ট্রাক খাদে পড়ে চালকসহ ৭ শ্রমিক আহত হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রীজের দক্ষিণে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সদর উপজেলার বহুতী গ্রামের ফরজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (২৫), হযরত আলীর ছেলে আলামিন সেখ (২৪), আমজাদ আলীর ছেলে গোলাম মোস্তফা (৪০), দিয়ার বৈদ্যনাথ গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল হালিম (৩৫), মনি সেখের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও বিয়ারঘাটের শাহজাহান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০)। অপর একজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর দু'জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ের উর্দ্ধতন সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, মন্ডল এন্টারপ্রাইজের বালু ভর্তি ট্রাকটি রেলক্রসিং অতিক্রমের চেষ্টা করছিল। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে। এ সময় ট্রাকচালক, হেলপারসহ অন্তত ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে থানা পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/এস আহমেদ