মৌলভীবাজারে সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে রবিবার ভোররাতে পাইপগান, রামদা, কার্তুজ, কিরিছ ও দেশীয় অস্ত্রসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপতারকৃতরা হলেন: কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. মোখলেছ (৩৫) ও ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার চর আলী গ্রামের লাল মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের পাগুলিয়া এলাকায় লন্ডন প্রবাসী জাকির হোসেনের বাড়িতে ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল এবং এসআই মো. আমিনুল ইসলমাসহ একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের সহযোগী ১৬/১৭ জন ডাকাত পালিয়ে যায়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথম দুটি মামলার প্রস্তুতি চলছে।
গ্রেফতারকৃত ডাকাতদের নিয়ে গতকাল বেলা ৪ ঘটিকায় মৌলভীবাজার মডেল থানায় সংবাদ সম্মেলন করলে তারা জেলার বিভিন্ন জায়গায় ডাকাতির কথা ¯^ীকার করে।
ডাকাত মোখলেছের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানায় ডাকাতি মামলা রয়েছে (জিআর মামলা নং ২১৫/১৫)। এছাড়া তাদের নামে মৌলভীবাজারসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এব্যাপারে মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম বলেন, পাগুলিয়া এলাকায় লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া তাদের সহযোগীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ।
বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৬/ রশিদা