কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কমিটির দ্বন্ধের জের ধরে দু'পক্ষের সমঝোতা বৈঠকে অতর্কিত হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুতুপালং টালের ই-২ ব্লকের আবুল বাছেদ (৪০)।
সূত্রে জানা গেছে, কুতুপালং ক্যাম্পে অর্ধলক্ষাধিক রোহিঙ্গাকে নিয়ন্ত্রণ, তাদের বিচার-সালিশ করার জন্য রোহিঙ্গা নাগরিকদের মধ্য থেকে কমিটি গঠন করে ক্যাম্পের লোকজন। সম্প্রতি স্বঘোষিত কমিটির সভাপতি-সম্পাদকের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছিল কিছু রোহিঙ্গা সন্ত্রাসী। এরই প্রেক্ষিতে রবিবার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য এক সমঝোতা বৈঠকে বসে ক্যাম্পের দুটি পক্ষ। এক পক্ষে নেতৃত্ব দেন রাকিবুল ইসলাম এবং অপর পক্ষে আবু ছিদ্দিক। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে অতর্কিত হামলা চালালে রাকিবের পক্ষের আবুল বাছেদ নামে এক রোহিঙ্গা ঘটনাস্থলে নিহত হয়। কিন্তু আবু ছিদ্দিকের দাবি নিহত বাছেদ তার পক্ষের লোক। নিহতের লাশ কুতুপালং এনজিও পরিচালিত এমএসএফ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, তবে কি কারণে নিহত হয়েছে তা এখনো বিস্তারিত জানতে পারিনি।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/এস আহমেদ