যশোর শহরের রায়পাড়া ইসমাইল কলোনির সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাসিব তরফদার (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। নিহত হাসিব শহরের রেলগেট চোরমারা দিঘি এলাকার আজিম তরফদারের ছেলে ও যশোর সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। রবিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, একটি ভেসপাতে হাসিব ও তার দুই বন্ধু রাত ৯টার দিকে ওই এলাকায় যায়। সেখানে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা হাসিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হাসিবকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, ''হাসিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।''
নিহত হাসিবের পিতা আজিম তরফদার বলেন, ''লোকমুখে ঘটনা শুনে হাসপাতালে এসে দেখি ছেলে মারা গেছে।''
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ''যে এলাকায় হাসিব খুন হয়েছে, সেখানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আনাগোনা বেশি। তাই মাদক সংক্রান্ত ব্যাপারেই হাসিব খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।''
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/এস আহমেদ