নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়ায় হঠাৎ বজ্রপাতে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছে। নিহতরা হলেন ঘাগড়া চৌরাস্থা ফাজিল উলুম মাদ্রাসার ছাত্র মাসুম (১৫), রাফাত (১৫) ও মাছুম (১৪)।
জানা গেছে, ছাত্ররা প্রকৃতির ডাকে সাড়া দিতে মাদ্রাসার বাইরে বের হলে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই তিন ছাত্র নিহত হয়। আরও এক ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের সময় তিনজনের মৃত্যু হয়েছে। আরও একজন আহত হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/এস আহমেদ