বাগেরহাটের মংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ ফারুক ফরাজী (৩০) নামের চোরা শিকারীকে আটক করেছে সুন্দরবন বন বিভাগ।
রবিবার রাতে সুন্দরবন সংলগ্ন জয়মনির ঘোল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক ফরাজী চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মৃত আজিজ ফরাজীর ছেলে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার গাজী মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন পশুর ও শ্যালা নদীর মোহনার জয়মনির ঘোল এলাকায় রবিবার রাতে অভিযান চালায় বন প্রহরীরা। এ সময় ২৫ কেজি হরিণের মাংসসহ বন প্রহরীরা ফারুককে আটক করে। এসময় ফারুকের সাথে থাকা অপর চার সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের পর আটক ফারুককে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন