স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তনু হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে। এ হত্যাকান্ডের সাথে জব্দকৃত আলামত পরিক্ষা নিরিক্ষা চলছে। পরিক্ষা নিরিক্ষা শেষ হলেই আসামিদের সনাক্ত করা সম্ভব হবে এবং খুব শিঘ্রই তনু হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হবে।
সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে 'বঙ্গবুন্ধ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা'’ শীর্ষক ৪ দিনব্যাপী আলোক চিত্র প্রদর্শনির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ক্যান্টনমেন্টে একটি সুরক্ষিত এলাকা। সেখানে কিভাবে এ হত্যাকান্ড ঘটল-তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ হত্যা সম্পর্কে অন্যান্য মন্তব্য করব।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো: মহিউদ্দিন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সাংবাদিক প্রনব সাহা অপু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন