কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং এর অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দু’গ্রুপের সংঘর্ষে আবুল হাসনাত (৪০) নামের একজন নিহত হয়েছেন।
নিহত আবুল হাসনাত শরণার্থী ক্যাম্পের ই-২ ব্লকের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
সোমবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাসনাতের মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন