সোমবার সন্ধ্যা থেকে তনুর কবরস্থানে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর তনুদের গ্রামের কবরস্থানে এ পাহারার ব্যবস্থা করা হয়।
মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার এসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মির্জাপুরে যায়।
বাঙ্গরা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, পুন:ময়নাতদন্তের তনুর লাশ উত্তোলনের জন্য আদালত নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বা বুধবার লাশ উত্তোলন হতে পারে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মির্জাপুর গ্রামের কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য-২০ মার্চ কুমিল্লা সেনানিবাসে ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু খুন হয়। ৮দিনেও পুলিশ কোনো অপরাধীকে শনাক্ত করতে পারেনি।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন