পাবনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী শরীফ নিজ এলাকার পৈলানপুরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি জানান, আজ রাতে তার নিজ মহল্লা পৈলানপুরে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলি হাজী শরীফের হাতে লাগে। তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় হাজী শরীফকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন