সাতকানিয়া উপজেলার পৌর সদর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনসুর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মনসুর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে। তিনি সাতকানিয়া পৌর সদরের ইকবাল বোডিংয়ের নিচে একটি দোকানের মালিক ছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, রাতে কাজ শেষে নিজ দোকানের শাটার বন্ধ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মনসুর। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন