কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলার সাতবাড়িয়া এলাকার একটি লিচু বাগান থেকে সুজন সিকদার (২৮) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুজন সিকদার কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার সুখনগর বস্তির মঞ্জিল সিকদারের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম শাহীন জানান, সুজন সিকদারের পেটে ও পিঠে ছুরিকাঘাত ছাড়াও গলাকেটে মৃত্যু নিশ্চিত করেছে হত্যাকারীরা। উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় পাওয়া গেছে। তিনি অটো চালাতেন। তার অটোরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন