জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগকৃত অনার্স ও মাস্টার্স কোর্সের শিক্ষকগণ এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।।
মঙ্গলবার শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড শহীদ মিনার চত্বরে অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ জেলা শাখা এ কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে জেলার বিভিন্ন বেসরকারি অনার্স কলেজের শতাধিক শিক্ষকগণ অংশ নেয়। বক্তব্যে রাখেন বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের সভাপতি নাহিদ রেজা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সহ-সভাপতি বাবুল আক্তার লাল্টু ও কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত অনার্স-মাস্টার্স শ্রেণিতে ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছে। যার কারণে অনেক সময় পরিবার-পরিজন নিয়ে অনাহারে জীবনযাপন করতে হচ্ছে। অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজের নিয়োগকৃত অনার্স ও মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছ স্মারকলিপি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৬/মাহবুব