কক্সবাজারের টেকনাফে এক প্রবসীর স্ত্রী ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ায় এলাকার মালয়েশিয়া প্রবাসী নূর’ল কবিরের স্ত্রী। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ধর্ষিতা ছালেহা জানান, দীর্ঘদিন ধরে স্বামী নূরল কবির মালয়েশিয়া থাকায় সন্তানাদি নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন। এ সুযোগে একই এলাকার গোলাম হোসেনের ছেলে ছৈয়দ কাশেম মোবাইল ফোনে তাকে বারবার কু-প্রস্তাব দিয়ে আসছিল। তবে এ সব প্রস্তাবে রাজি না হওয়ায় ছৈয়দ কাশেম প্রবাসীর ঘরের টিন কেটে বাড়ি ঢুকে হাত-পা ও মুখ বেধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বাড়ির স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। এ সময় ছৈয়দ কাশেম ধর্ষিতাকে হুমকি দিয়ে বলেন, ‘আমি প্রভাবশালী, কোথাও ঘটনাটি ফাঁস করিস না, করলে প্রাণে মেরে ফেলব।’
এ ব্যাপারে ছালেহার বাবা আব্দুছ সালাম জানান, ছৈয়দ কাশেম প্রভাবশালী হওয়ায় কয়েক নেতাকর্মীদের তদবিরে ঘটনাটি ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। তবে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা পেয়েছে। এ ব্যাপারে ধর্ষিতা ছালেহা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে। অপরাধীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/৩ এপ্রিল ২০১৬/শরীফ