ঢাকা-বগুড়ার মহাসড়কের শেরপুরে যমুনাপাড়া এলাকায় আজ দুপুরে বালু বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। নিহত স্বামী-স্ত্রী হলেন ঠান্ডু মিয়া (৪২) ও তার স্ত্রী আঞ্জিলা বেগম (৩৫)।
জানা যায়, উপজেলার মির্জাপুর এলাকার করতোয়া নদী থেকে বালু বোঝাই দিয়ে একটি ট্রাক আজ দুপুর সাড়ে ১২টায় শেরপুর শহরের দিকে আসার সময় ঢাকা-বগুড়া মহাসড়কের যমুনা পাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশি গ্রামের নওশের সরকারের ছেলে ঠান্ডু মিয়া ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন আহত ৭ জনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আঞ্জিলা বেগমকে মৃত ঘোষণা করেন। নিহত আঞ্জিলা বেগম দুর্ঘটনাস্থলে নিহত ঠান্ডু মিয়ার স্ত্রী বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে শেরপুর থানার উপ পুলিশ পরিদর্শক আরিফ হোসেন বলেন, দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ট্রাক ও সিএনজি অটোরিক্সা পুলিশ হেফাজতে রয়েছে।
বিডি-প্রতিদিন/৩ এপ্রিল ২০১৬/শরীফ