ব্রাক্ষণবাড়িয়া থেকে ভুয়া এএসপিসহ ৪ প্রতারককে গ্রেফতার করেছে বগুড়া পিবিআই সদস্যরা। এএসপি ও ওসি পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়ার গ্রেফতারকৃতদের কাছে থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেস ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চরইসলামপুর গ্রামের কালু মিয়ার ছেলে জাকির হোসেন (২১) ব্রাড়্গনবাড়িয়া সদরের মজলিশপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে এএসপি পরিচয়দানকারী মুসা মিয়া (২২) একই গ্রামের কদু খাঁ’র ছেলে ইলিয়াস (৩১) ও বিজয়নগর থানার ইসলামপুর পূর্ব পাড়ার আব্দুল হাফেজের ছেলে বিকাশ এজেন্ট রবিউজ্জামান। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে।
আজ রবিবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) বগুড়া জেলা অফিসের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন সংবাদ সম্মেলনে জানান, গত ২৬ মার্চ বগুড়ার এডভোকেট জাহাঙ্গীর হোসেনের নিকট ওসি পরিচয়ে জাকির হোসেন ফোন করে জানান যে তার ছেলে কক্সবাজার হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে তিনি ছেলের চিকিৎসার জন্য ২০ হাজার ৪০০ টাকা বিকাশে পাঠান। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বগুড়া সদর থানায় ৩১ মার্চ মামলা দায়ের করেন। এরপর পিবিআই সদস্যরা শনিবার দিবাগত রাতে ব্রাক্ষণবাড়িয়া থেকে তাদের ৪ জনকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তা এসআই সারোয়ার জাহানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/৩ এপ্রিল ২০১৬/শরীফ