মানিগঞ্জের শিবালয় উপজেলার উথুলী এলাকা থেকে তানভীর আহমেদ (৩০) নামে এক ভূয়া লে. কর্নেল (র্যাব)-কে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বানুরী গ্রামের সাহাদত হোসেনের ছেলে।
আজ রবিরার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের গ্রেফতারের বিষয়টি জানান। তিনি জানান, তানভির নিজেকে লে. কর্নেল (র্যাব) পরিচয় দিয়ে সদর থানার ভাটবাউর গ্রামের শাহনাজ পারভীনকে তার পাওনা টাকা উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে নব্বই হাজার টাকা হাতিয়ে নেয়। তানভীরকে সন্দেহ হলে ভুক্তভোগী সাহানাজ পারভীন মানিকগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। পরে সদর থানার ওসি আমিনুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে শিবালয় থানার উথুলীর ফরিদ উদ্দিনের ভাড়া দেওয়া বাসা থেকে শনিবার রাত আটটার সময় তানভীর গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ওয়ার্লেস সেট, ১৬টি মোবাইল সেট, ২২টি বিভিন্ন কোম্পানির মোবাইল সিম, একটি টর্চলাইট, ১৫টি বিভিন্ন মোবাইল কোম্পানির ব্যাটারি, একটি মোবাইল কাটার যন্ত্র, সেনাবাহিনীর ব্যবহৃত পোশাক রঙের একটি ব্যাগসহ কিছু আইনি বই জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল, ২০১৬/ রশিদা