কক্সবাজারের টেকনাফে সাজাপ্রাপ্ত ৪ পলাতক আসামী আটক করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মজিদ জানান, আজ রবিবার ভোর রাতে থানা পুলিশের সহকারী সহকারী উপ-পরিদর্শক এএসআই রিংকন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে ২ মাসের সাজাপ্রাপ্ত ৪ আসামীদের আটক করা হয়। আটককৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার সব্বির আহাম্মদের ছেলে মো. ইসমাইল, মো. কাশেম এবং মৃত সাকের আহাম্মদের ছেলে সব্বির আহাম্মদ ও অলি আহাম্মদ।
এদিকে, আটক আসামীদের বিরুদ্ধে মারধরের ঘটনার এক মামলায় আদালত ৪ জনের বিরুদ্ধে ২ মাস করে সাজা প্রদান করেন। সে মামলায় পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়েছে। তবে আটক সাজাপ্রাপ্ত আসামীদের দুপুরে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/৩ এপ্রিল ২০১৬/শরীফ