আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। আজ রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন নিপু ও ছাত্রলীগ নেতা মো. বেল্লাল হোসেনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নিপু, বেল্লাল, জাবেদ, হালিমসহ অন্তত ১০জন আহত হন। আহতরা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। সংঘর্ষ থামাতে কলেজের একাধিক শিক্ষক এগিয়ে এলে তাদের অকথ্য ভাষায় গালগাল করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী হাসান মো. কামরুজ্জামান বলেন, ছাত্রলীগের দু'পক্ষের নেতা-কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়ায় কলেজের শিক্ষকরা তাঁদের থামানোর চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী শিক্ষকদের গালি-গালাজ করে হুমকি দেয়। শিক্ষকদের নিরাপত্তার কারণে সোমবার কলেজের জেনারেল কমিটির জরুরি সভা আহবান করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৬/ এস আহমেদ