'মেহেরপুরে স্থলবন্দর চাই' এই দাবিতে আধাঘণ্টা কর্মবিরতি পালন করেছে জেলার সর্বস্তরের জনতা। আধা ঘণ্টার জন্য থমকে যায় গোটা মেহেরপুর। স্থলবন্দরের দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়ে রাজনৈতিক নেতা, সাংবাদিক, সামাজিক কর্মী, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার সকল স্তরের নারী-পুরুষ।
আজ রবিবার বেলা সাড়ে ১২টায় মেহেরপুর স্থলবন্দর আন্দোলন ফোরামের মুখপাত্র এম এ এস ইমনের নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষ মিছিল নিয়ে এসে আন্দোলনে যোগ দেয়। ঘড়ির কাঁটা ১২টা ৩০ মিনিটে পৌঁছালে শহরের সকল ব্যবসায়ী প্রতষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা কোর্ট মোড় থেকে বড় বাজার পর্যন্ত সড়কের দু’পাশে দাঁড়িয়ে স্থলবন্দরের দাবিতে দাঁড়িয়ে পড়ে ।
মেহেরপুর জেলা স্থলবন্দর বাস্তবায়ন ফোরাম জেলায় স্থলবন্দরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর আগে একই দাবিতে মৌন মিছিল, স্মারকলিপি প্রদানসহ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল, ২০১৬/ রশিদা