কক্সবাজারের টেকনাফে ৫ জুয়াড়িকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার আবুল কাশেসের ছেলে মো. আক্তার (৩৫), একই এলাকার নুরুল ইসলামের ছেলে নুরুল আলম (২৫), বদি আলমের ছেলে মোস্তাফা কামাল (২৭), মৃত নুর হাকিমের ছেলে মো. বাবুল (৩২) এবং সদর ইউনিয়নের চকবাজার এলাকার জালাল আহমদের ছেলে আবছার প্রকাশ বুলু (৪০)।
রবিবার টেকনাফ উপজেলা নির্বার্হী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে জাহিদ ইকবালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় আটক ৫ জুয়াড়িকে জুয়া খেলার অপরাধের দায়ে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়। এ সময় উদ্ধার জুয়া খেলাগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কক্সবাজার আদালতে প্রেরণ করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, সাজাপ্রাপ্ত ৫ জুয়াড়ীকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল, ২০১৬/ রশিদা