কুড়িগ্রামের রৌমারীর সীমান্ত এলাকায় দাদাউর রহমান (২১) নামের এক যুবককে নির্যাতন করে নির্মমভাবে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তঘেঁষা বালিয়ামারী চরপাড়া এলাকায় ওই হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত দাদাউরের বাড়ি রাজীবপুর থানার মধ্যে হলেও লাশ যেখানে ঝুলিয়ে রাখা হয়েছে সেই স্থান রৌমারী থানার আওতায়। এ কারণে রৌমারী থানা পুলিশ রবিবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারের প্রস্ততি গ্রহণ করেছে বলে জানা গেছে।
নিহত যুবকের বাবার নাম আব্দুস সামাদ। তার রাজীবপুর উপজেলার বালিয়ামারী গ্রামে তাদের বাড়ি। দাদাউর শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের চাচাতো ভাই। দাদাউর রহমানকে কারা খুন করেছে তাৎক্ষণিকভাবে পরিবারের পক্ষ থেকে কিছু জানাতে পারেনি। তবে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জনমনে গুঞ্জন চলছে।
রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল, ২০১৬/ রশিদা