কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরনার্থী শিবিরের রেজিষ্ট্রার্ড ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নুরুল ইসলাম(৩৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নুরুল ইসলাম রেজিষ্ট্রার্ড ক্যাম্পের ই-ব্লকের মৃত আবুল বশরের ছেলে।
নিহতের স্ত্রী লায়লা বেগম জানান, তার স্বামী রবিবার সন্ধ্যা ৭টার দিকে কুতুপালং শরনার্থী ক্যাম্পে তার বাড়ির পাশের একটি পানের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একই ব্লকের রোহিঙ্গা শরনার্থী খাইরুল আমিন তার সশস্ত্র বাহিনী নিয়ে নুরুল ইসলামের ওপর হামলা চালায়। তারা তাকে (নুরুল ইসলাম) গুলি করে পালিয়ে যায়। পরে নুরুল ইসলামকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পানেরছড়া ঢালা নামক স্থানে পৌঁছলে সে মারা যায়।
কুতুপালং শরনার্থী ক্যাম্পের ইনচার্জ মাহামুদুল হক বলেন, অভ্যন্তরীন দ্বন্দ্বের জের ধরে এক রোহিঙ্গা শরনার্থী নিহত হওয়ার খবর আমিও শুনেছি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, কুতুপালং ক্যাম্পে এক ব্যক্তি নিহত হয়েছে বলে শুনেছি। বর্তমানে নাকি সে কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি।
উল্লেখ্য, গত ২৭ মার্চ কুতুপালং আনরেজিষ্ট্রার্ড ক্যাম্পে কমিটির দ্বন্দ্বের জের ধরে সন্ত্রাসী আবু ছিদ্দিক এবং খাইরুল আমিনের গুলিতে আব্দুল বাছেদ নামের এক যুবক নিহত হয়। এই ঘটনার এক সপ্তাহের ব্যবধানে আবারও ওই সন্ত্রাসী বাহিনীর গুলিতে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি মারা গেল।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৬/ এস আহমেদ