বরিশালের উজিরপুর উপজেলায় বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় স্থানীয় প্রভাবশালীদের সালিসে ধর্ষককে প্রকাশ্যে জুতাপেটাসহ একলাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে সেই টাকা থেকে ধর্ষিতার পরিবারকে ২০ হাজার টাকা দিয়ে বাকি টাকা নিজেরা ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত শনিবার রাতে ধর্ষিতার বাড়িতে স্থানীয় হাকিম সরদার, জব্বার ফরাজী, হান্নান শিকদার, নুরুল ইসলামসহ অন্যদের উপস্থিতিতে অভিযুক্ত ধর্ষক মন্নান হাওলাদারকে অপর সালিসদার ইসমাইল ঘরামী জুতা পেটা এবং একলাখ টাকা জরিমানা করে। পরে প্রতিবন্ধীর পরিবারকে ২০ হাজার টাকা দিয়ে, পুলিশের জন্য একটি অংশ রেখে বাকি টাকা সালিসদাররা ভাগাভাগি করে নেয়।
ধর্ষিতা কিশোরীর মা বলেন, ''প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করতে চেয়েছিলেন। কিন্তু মামলা করলে এলাকায় থাকতে পারবো না।''
সালিসদারদের অন্যতম হাকিম সরদার বলেন, ধর্ষণের ঘটনা সত্য। মেয়েটি প্রতিবন্ধী, তাই তিনি নিজে উদ্যোগী হয়ে সালিস করেছেন। মেয়েটির পরিবারকে ২০ হাজার টাকা দিয়েছেন। অন্য কোন টাকার কথা জানেন না।
উজিরপুর থানার ওসি মো. ফারুক খান জানান, ধর্ষণের সালিসের কথা শুনে একজন এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনা সত্য হলে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে একই বাড়ির দাদা সম্পর্কের মন্নান হাওলাদার পানি খাওয়ার কথা বলে তাদের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৬/ এস আহমেদ