কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে সন্ত্রাসী হামলায় ২ ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। এ সময় মেডিকেল কলেজের আওতাধীন মেডিসিন ক্লাবের কক্ষ ব্যাপক ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বর্তমানে মেডিকেল কলেজের পরিস্থিতি স্বাভাবিক হলেও উত্তেজনা বিরাজ করছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা মোসাব্বির হোসেন তানিম জানান, আজ (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় মেডিসিন ক্লাবের পূর্ব নির্ধারিত মিটিং চলছিল। এ সময় মেডিকেল কলেজের আবিদ ও নোমানের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী মেডিসিন ক্লাবে হামলা চালায়। হামলায় ছাত্রলীগ নেতা তানিম ও রাজিব আহত হয়। সন্ত্রাসীরা এ সময় মেডিসিন ক্লাবের কক্ষে ব্যাপক ভাংচুর চালায়। বিষয়টি কলেজের অধ্যক্ষ ও প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৬/ এস আহমেদ