টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি ও নগদ সাতহাজার টাকাসহ চার ডাকাতকে আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২ সদস্যরা।
সোমবার ভোরে বাঘিল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৈঠক করার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ওই চার ডাকাতকে আটক করে। আটককৃতরা হচ্ছে, ওই ইউনিয়নের মো. আবুল কাশেম, মো. ইব্রাহিম, মো. নজরুল ইসলাম ও মো. সাইদুল ইসলাম।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আটককৃতরা ইউনিয়ন পরিষদের ভিতরে ডাকাতির প্রস্তুতির জন্য বৈঠকে বসে। খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।
বিডি-প্রতিদিন/০৪ এপ্রিল ২০১৬/ এস আহমেদ