ফরিদপুরের কানাইপুরে দু’দল ডাকাতের সংঘর্ষে নিহত হয়েছে আমজাদ হোসেন নামের এক ডাকাত। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরতলীর কানাইপুরের লক্ষিপুরে।
পুলিশ জানায়, রাত সাড়ে তিনটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'দল ডাকাতের মাঝে গোলাগুলির খবর পেয়ে তারা সেখানে ছুটে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পুলিশের উপর গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। সকালে ঘটনাস্থল থেকে ১ ডাকাতের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন। তার নামে কোতয়ালী থানায় ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। নিহত ডাকাতের বাড়ী জেলার কানাইপুর ইউনিয়নের শোনপচা গ্রামে।
বিডি-প্রতিদিন/ ০৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন