নোয়াখালী জেলা সদরের আন্ডারচর ইউনিয়নে ডাকাতদের গুলিতে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার গভীর রাতে ওই ইউনিয়নের আন্ডারচর গ্রামের সাইফুদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহতরা হলো, আমির হোসেন (২৫), জেসিমন (১৭), ফারুক (৫০), ফাতেমা (২৫), ইয়াসিন (২), সাইফুদ্দিন (৫৯)।
স্থানীয় সুত্রে জানা যায়, রাতে সাইফুদ্দিনের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে বাড়ির লোকজন টের পেয়ে আত্মচিৎকারে স্থানীয় লোকজন ডাকাতদের ধরতে ঘেরাও করলেও ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ হয়। পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ফরিদ উদ্দিন জানান, ডাকাতদের গুলিতে আহত ৬ জনের ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক জানান, আন্ডারচর গ্রামে ডাকাতি হয়েছে। এতে ৬ জন আহত হয়েছেন।
সুধারাম থানার ওসি (তদন্ত) মীর্জা মো: হাসান জানান, ডাকাতি হয়েছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।
বিডি-প্রতিদিন/ ০৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন