বগুড়া জেলার শেরপুরে বোমা বিস্ফোরণ ও বিস্ফোরকসহ তৈরির সরঞ্জামাদি উদ্ধারের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় বোমা বানাতে গিয়ে নিহত তরিকুল ইসলামের বাবাকেও আটক করা হয়।
আটককৃতরা হলেন-নিহত তরিকুলের বাবা আবু বক্কার সিদ্দিক, ভাই সানাউল্লাহ, বোন শাকেরা খাতুন, ভাই আহসান হাবিবের স্ত্রী মাহবুবা খাতুন, স্থানীয় জামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী ও বরকত উল্লাহ।
বোমা বিস্ফোরণের পর ওই বাড়ি তল্লাশি করে গ্রেনেড-বোমা উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকটি পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। সেইসব পাসপোর্টের সূত্র ধরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। সেইসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের পর নিহত তরিকুল ইসলামের পরিচয় জানা যায়।তরিকুল সিরাজগঞ্জ উপজেলার শিয়ালকোলা ইউনিয়নের জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
এদিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মণ্ডল জানান, সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলা ইউনিয়নের জামুয়া গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তির বাবাসহ ছয়জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, রোববার রাতে শেরপুর উপজেলা জুয়ানপুর কুঠিবাড়ী গ্রামের একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে ২ জন নিহত হন। পরে ওই বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ গ্রেনেড-বোমাসহ বিস্ফোরক উদ্ধার হয়।