লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪টি বোমা মেশিন জব্দ করেছে।
সোমবার দিনগত রাতে পাটগ্রাম উপজেলার ইসলামপুর ও কাউয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় মহল মুনাফা লাভের আশায় দীর্ঘদিন ধরে ধরলা নদীতে বোমা মেশিন বসিয়ে রাতের আঁধারে পাথর উত্তোলন করে আসছে।
সোমবার মধ্যরাতে পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএমএ মোমিন বোমা মেশিন ধ্বংস করতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪টি বোমা মেশিন জব্দ করে।
এ সময় পাথর উত্তোলকারী লোকজনের বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। পরে উত্তেজিত লোকজনকে ছত্রভঙ্গ করতে ভ্রাম্যমাণ আদালতের পুলিশ সদস্যরা শর্টগানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
ভ্রাম্যমাণ আদালতে থাকা পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম বলেন, পাথর উত্তোলনকারী চক্রটি ভ্রাম্যমাণ আদালতের উপর চড়াও হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন