কক্সবাজারের টেকনাফের লেঙ্গুরবিল এলাকা থেকে প্রায় ১২ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি। ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার ভোরে টেকনাফস্থ ব্যাটালিয়নের বিশেষ টহল দল টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ভোরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়ি ঘেরাও করা হয়। এসময় পালানোর চেষ্টাকালে বিজিবি টহল দল লেঙ্গুরবিল এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুর রহিম (৩০) কে গ্রেফতার করে।
পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়িতে তল্লাশী করে কাঠের আলমিরার ভিতরের ড্রয়ার থেকে একটি ইয়াবার পুটলা, নগদ টাকা ও একটি মোবাইলফোন জব্দ করে।
এসময় ইয়াবার পুটলা থেকে ১১ হাজার ৮শ ৪৫ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনমানিকমূল্য ৩৫ লাখ ৬৮ হাজার ৩শ ৫০ টাকা বলে জানা গেছে। এছাড়া এসময় নগদ ১৩ হাজার ৮শ ৫০ টাকা ও একটি মোবাইলসেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানায় সোর্পদ করা হবে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তা।