ঢাকার ধামরাইয়ে ৯টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে পুলিশ। স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ৪৮ গ্রাম বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাদল মণ্ডল (২২) ও দিপঙ্কর হাওলাদার।
বাদল মণ্ডল পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকার মৃত সুকুমার মণ্ডলের ছেলে এবং দিপঙ্কর হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বামনি গ্রামের নির্মল হাওলাদারের ছেলে।
এ ব্যাপারে ধামরাই থানার অপারেশন অফিসার আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৪৪৯৬৫) তল্লাশি চালিয়ে স্বর্ণসহ ঐ দুজনকে আটক করা হয়।
এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।